অবিরাম বাংলা ২৪ঃ যুদ্ধ চায়না বাংলাদেশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে পররাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মন্ত্রিসভার বৈঠকে আজ এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এছাড়াও নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকে বসেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায়, নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য খসড়াসহ বেশ কয়েকটি আইনের নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
আটকেপড়া বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনাসহ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে পররাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান, মন্ত্রিপরিষদ সচিব।
রোববার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৪০০ বাংলাদেশি নিরাপদে ইউক্রেন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে পৌঁছেছেন।তাঁদের মধ্যে ৪৬ জন বাংলাদেশি পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থায় অস্থায়ী আশ্রয়ে রয়েছেন।
Leave a Reply