অবিরাম বাংলা ২৪ঃনারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার কুতুবপুরের মধ্যে রসুলপুর এলাকায় নোভা কমিউনিটি সেন্টারে ১১ ই মার্চ মাগরিবের পর এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধ্য রসুলপুর এলাকার বাসিন্দা যুবলীগ নেতা নবী হাওলাদারের মেয়ে মৌসুমীকে পশ্চিম রসুলপুর এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে অন্তরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় । এবং মৌসুমীর খালাতো বোন জুমা আক্তার কে পশ্চিম রসুলপুর এলাকার বাসিন্দা শাহীনের ছেলে সিয়ামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। জুমা আক্তারের পিতা মৃত এবং মাতার স্মৃতিশক্তি না থাকায় মামা মিলনের অভিভাবকত্বে বিয়েটা সম্পন্ন করা হয়।
বর্ণাঢ্য আয়োজনে একই সাথে একই দিনে একই স্টেজে দুই বোনের বিয়ে হওয়ায় এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। এবং সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সহসভাপতি সিকদার মাহাবুবুর রহমান হক, মধ্য রসুলপুর পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক লিটন হাওলাদার, যুবলীগ নেতা শাহীন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply