আরিফ হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে ভূইঘর সোনালী সংসদ আয়োজিত মরহুম আমির আলী সরদার স্বৃতি নাইট শর্ট পিচ এল. ই. ডি টিভি কাপ টুর্নামেন্ট ২০২২ ইং ফাইনাল খেলায় বিজয়ী ও রানার্সাপ এর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত খেলায় গিরিধারা ক্রিকেট একাদশকে ৫৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে মেম্বার বাড়ি ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
২৬ শে মার্চ ভূইঘর সোনালী সংসদ মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভূইঘর সোনালী সংসদের সভাপতি কে. এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উক্ত খেলায়
আলোর পথ সামাজিক সংগঠনের নাজিব মাহমুদ সপ্নীল এর সার্বিক তত্ববধায়নে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু।
এসময় তিনি তার বক্তব্যে বলেন,সোনালী সংসদের এই মাঠে অনেক খেলোয়াড় আছে যারা এখান থেকে খেলে জাতীয় পর্যায়ে খেলছে। দীর্ঘদিন দিন যাবৎ আমি এই ভূইঘর সোনালী সংসদের সাথে আছি। তারা আজকে একটি সুন্দর খেলার আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খেলার মধ্যে হার জিত দুটোই থাকবে হয়তো আজ যারা রানার্সাপ হয়েছে আগামীতে তারা চ্যাম্পিয়ন হবে।খেলাটা সব সময় চালিয়ে যেতে হবে।খেলাধুলার মাধ্যমে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।
উক্ত আয়োজনে বিশেষ অতিথির হিসেবে আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার ডা. মাসুদ, ভূইঘর সোনালী সংসদের উপদেষ্টা অহিদুল ইসলাম।
খেলার আয়োজনে যারা ছিলেন,কাজী শান্ত, কাজী রবিন, কাজী আশিক, সাব্বির মোল্লা তৌকির কাজী ফারদীন ইসলাম,সাজ্জাত মাহমুদ, কাওছার মাহমুদ অন্যান্যরা ।
Leave a Reply