অবিরাম বাংলা ২৪.কমঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের পক্ষে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার (২৬ মার্চ) সকালে চাষাড়া বিজয় স্তম্ভে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় কর্মকর্তারা বলেন, স্বাধীনতা আমাদের মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের অর্জিত লাল সবুজের পতাকা। তাদের অবদানে আজকের এই স্বাধীন বাংলাদেশ। শুধু ২৬ মার্চে কেন্দ্র করে এই শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন করলেই করলে দায়িত্ব শেষ হবেনা।
আমাদের উচিত তারুণ্যের মাঝে এই স্বাধীনতার চেতনা মুক্তিযোদ্ধের ইতিহাস তুলে ধরা। আমরা মনে করি আজকের যারা শিক্ষার্থী তারাই আগামী বাংলাদেশের নেতৃত্বে দিবো। তারা যেনো সঠিক পথে পরিচালিত হয়ে দেশপ্রেমে নেতৃত্বে দেয় তবেই স্বাধীনতার ইতিহাস বিশ্বময় আরো ছড়িয়ে পড়বে।
বঙ্গবন্ধুর সোনার ও স্বপ্নের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করবে। আমাদের উচিত আগামী প্রজন্ম কে দেশপ্রেমে উজ্জীবিত করার লক্ষে আমাদের যার যার জায়গা থেকে তাদের সঠিক পথে পরিচালিত করা।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক শফিকুল ইসলাম , হিসাব রক্ষক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন , সুপার সিরাজুল ইসলাম।
Leave a Reply