অবিরাম বাংলা ২৪ঃনারায়নগঞ্জ ফতুল্লা পাগলা শাহীবাজার পপুলার ডেভলপমেন্ট ফাউন্ডেশন মাল্টিপারপাস এর সহস্রাদিক গ্রাহকের জমানো টাকা ফেরত পাওয়ার অনিশ্চয়তায় ভুগছিলেন দীর্ঘদিন যাবত । তার ফলে গ্রাহকদের মাঝে ক্ষোপ ও উত্তেজনা বিরাজ করছে গত কিছুদিন যাবত । এতে স্থানীয় অসহায় গরীব দিনমজুর এর সখ্যাই বেসি । সাধারন গ্রাহকরা উক্ত মাল্টিপারপাস এর কর্তৃপক্ষের বাড়ীঘড়ে বিক্ষোপ ও অবরোধ করে উত্তেজনা তৈরী করেন ।
পরবর্তিতে কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন আলহাজ্ব মনিরুল আলম সেন্টু সাহেবের আশ্বাসের পর সব শান্ত হন । পরিশেষে আজ বুধবার ৩০.০৩.২২ শাহীবাজার চাঁদপুর সমিতির অফিসে পপুলার ডেভলপমেন্ট ফাউন্ডেশন মাল্টিপারপাস এর কর্তৃপক্ষ ও স্থানীয় নেতৃবন্দের সাথে আলোচনায় বসেন ।
আলোচনায় চেয়ারম্যন আলহাজ্ব মনিরুল আলম সেন্টু সাহেবের নির্দেশ ক্রমে ৫ সদস্য যথা
১. মোঃ বাবুল মিয়া [মেম্বার ৫নং ওয়ার্ড] ।
২. মোঃ হাজী আমিন ।
৩. মোঃ হাজী শহিদুল্লা ।
৪. মোঃ জামাল উদ্দিন বাচচু
৫. মোঃ নিজাম উদ্দিন মিন্টু কে নিয়ে একটি
কমিটি গঠন করেন যা আাগামী ৩০ দিনের মধ্যে উক্ত মাল্টিপারপাস এর নিকট হতে সকল লেনদেন যথা তাদের ফান্ডের হিসাব কৃত অর্থ এবং খরিদকৃত সম্পদ বুঝিয়া নিয়া গ্রাহকদের পাওনা টাকা পর্যায়ক্রমে পরিশোধ প্রদান করিবেন ।
Leave a Reply