নলছিটি প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা সিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ে এক দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুঃ আনোয়ার আজীম, উপজেলা মাধ্যমিক একাডেমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আমীন প্রমূখ।
সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় উপজেলার জুলফিকার আলী ভুট্টো ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সৃজনশীল মেধা যাচাই-বাছাইয়ে বিচারকের দায়িত্ব পালন করেন ঝালকাঠি জেলার একদল বিজ্ঞ শিক্ষক মন্ডলী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুঃ আনোয়ার আজীম জানান, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করা হবে। শিক্ষার মানোন্নয়নে এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ তৈরি করবে।
Leave a Reply