নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে খালের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের সেওতা-খাগড়খানা খালে ডুবে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন খাগড়াখানা গ্রামের শহিদ খানের শিশু কন্যা রজিফা (৭) ও খুলনা থেকে নানুবাড়ি বেড়াতে আসা সোহেল হাওলাদারের ছেলে আল আমীন (৬)।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নাচনমহল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন খালের ধারে খেলতে গিয়ে সেওতা-খাগড়খানা খালে তাঁরা দুজন নিখোঁজ হয়।
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে নলছিটি ফায়ার সার্ভিস ও ৯৯৯ এ কল দেয়। খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিস ও বরিশাল সার্ভিসের ডুবরি দল ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে ৬ টার দিকে উদ্ধার করেন।
বরিশাল ফায়ার সার্ভিসের ডুবরি দলের টিম লিডার মোঃ হুমায়ুন কবির জানান, নলছিটি ফায়ার সার্ভিস ও ৯৯৯ এর ফোন পেয়ে এসে শিশু দুটিকে উদ্ধার করতে পেরেছি।
Leave a Reply