অবিরাম বাংলা ২৪ঃ ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নেয়ায় রিজাউল হক দিপু’কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ইটিসি বাংলা পরিবারের সদস্যবৃন্দ।
বৃহস্পতিবার (১৯ই মে) বিকেলে ফতুল্লা মডেল থানায় উপস্থিত হয়ে তারা ওসি রিজাউল হক দিপু’কে শুভেচ্ছা জানায়।
এসময় উপস্থিত ছিলেন,মোখলেসুর রহমান তোতা সম্পাদক ইটিসি বাংলা,সেলিম আহম্মেদ নির্বাহী সম্পাদক ইটিসি বাংলা,সাব্বির শেখ প্যানেল এডিটর ইটিসি বাংলা,রিফাত রিপোর্টার,ইয়াসিন রিপোর্টার
Leave a Reply