মো. মিজানুর রহমান,নলছিটি প্রতিনিধি:
চলতি অর্থবছরে রাজস্ব খাতের আওতায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ডহরা গ্রামে ব্রি-ধান-৬৭ এর মাঠ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ডহরা গ্রামের মাওঃ আব্দুল সালাম তালুকদারের বাড়ির উঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ৫০ জন কৃষক ও কিষানিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝালকাঠি মো. মনিরুল ইসলাম।
এছাড়াও মনিটারিং অফিসার, মোঃ. তাজুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলি আহমেদ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহ জালাল উপস্থিত ছিলেন।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরে বাস্তবায়িত বোরো ধান বীজ উৎপাদন প্রদর্শনীর উদ্যোগে মাঠ দিবসে মাওলানা আব্দুল সালামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেড.এ.ভূট্টো ডিগ্রী কলেজের সহকারী শিক্ষক ও সাংবাদিক মো. মিজানুর রহমান, জহিরুল ইসলাম স্বপন প্রমুখ।
Leave a Reply