অবিরাম বাংলা ২৪ঃনারায়ণগঞ্জের স্থানীয় দৈনিক পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টালের “ছেলে বউকে নিয়ে উধাও শ্বশুর শিরোনামে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে সংবাদটি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন নাজমুল ইসলাম শ্যামল।
নাজমুল ইসলাম শ্যামল সাংবাদিকদের মুঠোফোনে জানান, ছেলের বৌ সহ আমার স্ত্রীর টাকা পয়সা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গিয়েছে। আমার নাম ব্যবহার করে যে সংবাদটি প্রকাশ করেছে আসলে এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
আমি বাড়ি থেকে কোনো টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে যাইনি। আমি বেড়াতে গিয়েছিলাম। তখন আমার মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছিল তাই আমার ফোনটি বন্ধ ছিল। আমার সাথে যোগাযোগ করতে না পেরে আমার স্ত্রী মনে করেছে আমি পালিয়ে গিয়েছি। এ কারণে আমার বিরুদ্ধে আমার স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেছেন।
আমি আমার ছেলের বউকে নিয়ে যায়নি। এ বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে আমার দৃষ্টিগোচর হয়। পরে তাকে আমি ফোনে জানাই আমি পালিয়ে যাইনি আমি বেড়াতে গিয়েছিলাম।
হয়তো আমার স্ত্রীকে কেউ ভুল বুঝিয়ে এটিকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। তাই আমি নাজমুল ইসলাম শ্যামল এ সংবাদটি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
Leave a Reply