বিশেষ প্রতিনিধিঃনারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মুন্সি। আওয়ামী লীগের দুঃসময়ের তিনি রাজপথে ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে নারায়ণগঞ্জ-৪ আসন সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের রাজনীতি করে আসছেন। ২২/৬/২২ ইং তারিখ বুধবার তাকে ফতুল্লা মডেল থানায় গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেল হাজতে রয়েছেন।
উক্ত বিষয়ে তার স্বজনরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি জামায়াতের কর্মীরা মিথ্যা মামলা দায়ের করেছেন। ঘটনার দিন আমাদের শ্রদ্ধেয় মোঃ আব্দুল খালেক মুন্সি সম্মানিত ব্যক্তি বিধায় দুই পক্ষের মধ্যে সমাধান করতে গিয়ে ছিলেন। কিন্তু উক্ত বিষয়টি নিয়ে চক্রান্ত করে মোঃ আব্দুল খালেক মুন্সির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তার মান সম্মান ক্ষুন্ন করার মিথ্যা অপচেষ্টা চালাচ্ছে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
Leave a Reply