যুগের চিন্তা রিপোর্টঃ নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তফা হোসেন চৌধুরীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষনা।
১৮ সেপ্টেম্বর রোববার জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন অফিসার মতিউর রহমান যাচাই-বাছাই করে এ মনোনয়ন বৈধতার ঘোষণা দেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭ টি ইউনিয়ন ও বন্দর উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের সম্মানিত সকল ভোটারদের নিকট দোয়া ও ভোট প্রার্থনা করে মোস্তফা হোসেন চৌধুরী বলেন,বিগত ৫ টি বছর জেলা পরিষদের একজন সদস্য হিসেবে আমি আমার জায়গা থেকে সততা, আদর্শ ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করেছি।আমার ওয়ার্ডের জন্য সরকারি ভাবে যে বরাদ্দ এসেছে তা দিয়ে উন্নয়ন কাজ করেছি।পাশাপাশি আমার ব্যক্তিগত তহবিল থেকেও হতদরিদ্র মানুষের দুঃখ দুর্দশা লাঘবে সাহায্য সহযোগিতার হাত সম্প্রসারিত করে দিয়েছি।করোনা দুর্যোগকালীন সময়ে করোনায় আক্রান্ত হয়ে যখন মৃত্যুবরন করেছে তখন পরিবারের লোকজনও লাশ ছুতে সাহস পাচ্ছিলো না তখন কোভিড ১৯ টিম গঠন করে জীবনের ঝুঁকি নিয়েও লাস গোসল ও দাফন সম্পন্ন করেছি।আমি আমার পক্ষ থেকে যতেস্ট দেওয়ার চেষ্টা করেছি। আমার নিকট আমার ওয়ার্ডের যে প্রত্যাশা ছিল আমি তা শতভাগ বাস্তবায়ন করতে পারিনি তাদের প্রত্যাশা পুরণে ওয়ার্ডে অসমাপ্ত কিছু কাজ রয়েছে তা সমাপ্ত করে দিতে পারলে তাদের প্রত্যাশা পুরণ হবে আর সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্যেই আমি দ্বিতীয় বারের মত নির্বাচন করছি।আমি আমার ২ নং ওয়ার্ড এর সকল সম্মানিত ভোটার ভাই বোনদের ( জনপ্রতিনিধিদের) নিকট তাদের মুল্যবান ভোট ও দোয়া প্রার্থনা করছি।যাতে করে পূনরায় নির্বাচিত হয়ে উন্নয়ন মূলক কাজ করে মানুষের পাশে দাড়াতে পারি।
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে গত ১১ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বিক্রি হয় এবং ১৫ সেপ্টেম্বর মনোনয়ন পত্র দাখিল শেষে ১৮ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই বাছাই এ বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করে জেলা নির্বাচন কমিশন।
Leave a Reply