অবিরাম বাংলা ২৪ঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাগলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হলো।
জানা যায়, এই ম্যানেজিং কমিটির নির্বাচনে ৭ জন পুরুষ ও ২ জন মহিলা নির্বাচনে অংশগ্রহন করে।
২২ অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকায় ভোট গ্রহন শুরু হয় এবং বিকাল ৪ টা পর্যন্ত চলে এই ভোট গ্রহন।
উক্ত ভোট গ্রহন শেষে সন্ধ্যা ৬ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও পাগলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের রিটার্নিং অফিসার এস.এম আবু তালেব।
এ ম্যানেজিং কমিটির নির্বাচনে পুরুষদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন ডা. শাহ আলম সোহাগ ১০৯০ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন।দ্বিতীয় স্থান অধিকার করেন সাইফুদ্দিন শাহিন যিনি ভোট পেয়েছেন ৯৬১।তৃতীয় হয়েছেন আনোয়ার হোসেন সানু তিনি ভোট পেয়েছেন ৮৯৩। চতুর্থ হয়েছেন আতিকুর ইসলাম খোকন তিনি ভোট পেয়েছেন ৮৭২।
ম্যানিজিং কমিটিতে মহিলা প্রার্থী দুজন হলেও নূর নাহার ৯০৫ ভোট পেয়ে জয়লাভ করেন।
Leave a Reply