অবিরাম বাংলা ২৪ঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে বিএনপি জামাতের ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমানের নির্দেশে কুতুবপুর ৪,৫ ও ৬ নং আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদারের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
১০ ডিসেম্বর শনিবার বিকাল ৪ ঘটিকায় পাগলা এলাকায় এ বিক্ষোভ সবাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় আলাউদ্দিন হাওলাদার বলেন,আমাদের নেতা শামীম ওসমানের নির্দেশে আমরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি।শামীম ওসমানের নির্দেশে কুতুবপুর আওয়ামী লীগ একত্রিত আছি। আমরা সবাই একত্র থেকে বিএনপির জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করে যাবো। যাতে করে তারা দেশে অরাজগতা সৃস্টি করতে না পারে।
এসময় উক্ত বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এইচ এম ইসহাক, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন ৪,৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কুতুবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান হক শিকদার, কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. বি এম আনোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply