অবিরাম বাংলা ২৪ঃ বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ বলেছেন, বিএনপির আমলে দুর্নীতিই নীতি হয়ে যায়। যে দলের নেতারা অস্ত্র চোরাচালান ও মানিলন্ডারিংয়ের সঙ্গে জড়িত, তারা কীভাবে জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে।
রবিবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় পাগলা বাজার এলাকায় বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা থানা জাতীয় শ্রমিক লীগ আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাউসার আহমেদ পলাশ বলেন, বিএনপি-জামায়াতের আমলে দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস ও লুটপাটের কালো অধ্যায় শুরু হয়। বিএনপির রাজনৈতিক ধারাবাহিকতাই ছিল অগণতান্ত্রিক, অবৈধ উপায়ে। জেনারেলের পকেট থেকে বিএনপির জন্ম। তারা সব সময় মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে। ২০০১, ২০০৬ সালে প্রতিবার তারা ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে।
তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচন নিয়ে কারও কোনো অভিযোগ ছিল না। সে সময় বিএনপির সব পছন্দের লোক ক্ষমতায় থাকার পরও যে দল ৩১টি আসন পায়, সে দল জনগণের ভোটে ক্ষমতায় আসবে- এটা বিএনপির নেতারা কীভাবে মনে করে। যে দলের নেতারা গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত, ১০ ট্রাক অস্ত্র চোরাচালান, মানিলন্ডারিংয়ের সঙ্গে জড়িত, জনগণের ভোটে তারা ক্ষমতায় যাবে, এমন স্বপ্ন তারা কীভাবে দেখে।
শ্রমিক নেতা পলাশ বলেন, আওয়ামী লীগ যখনেই ক্ষমতায় এসেছে, তখনই মানুষের জীবনমানের উন্নয়ন করেছে। যাদের চোখ আছে তারা উন্নয়ন দেখবে, আর ‘বুদ্ধিজীবী প্রতিবন্ধীরা’ কোনো উন্নয়ন দেখে না। অস্বাভাবিক পরিস্থিতিতে তাদের মূল্য বাড়ে। তাই গণতান্ত্রিক ধারায় দেশ চললে তাদের হতাশা লাগে। নির্বাচিত সরকারকে হটিয়ে অনির্বাচিত কাউকে ক্ষমতায় আনলে দেশের কোনো ভালো হবে না।
ফতুল্লা থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি পিয়াস আহাম্মেদ সোহেলের সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির আরো উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাহাত , বাংলাদেশ আন্তর্জিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সাধারণ সম্পাদক জজ মিয়া, নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির , জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা থানা শাখার সহ-সভাপতি আবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু ,ফতুল্লা থানা মজদুর শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী সালাউদ্দিন আহাম্মেদ , আন্তর্জাতিক ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ , ফতুল্লা থানা জাতীয় শ্রমিক লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ,গোলাম কিবরিয়া সাত্তার , ওয়াহিদুর রহমান, কবির হোসেন রাজু, আব্দুর রাজ্জাক টিক্কা ,জাকির হোসেন , জামাল আহমেদ , জহিরুল ইসলাম রিপন, লিটন সিকদার, মিজানুর রহমান রনি, হানজালা, বাবর সরকার, আব্দুল মান্নান, জাফর দেওয়ান, ফারুক সহ আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply