অবিরাম বাংলা ২৪ঃ ফতুল্লায় মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসীরা কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মীর হোসেন মীরু বাড়ীর সামনে মহড়া দিয়ে তাকে খোজঁ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর হোসেন মীরু ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে কারো নাম উল্লেখ্য করা হয়নি লিখিত অভিযোগটিতে।
লিখিত অভিযোগে মীরু উল্লেখ্য করেনে ২০০৯ সালে সন্ত্রাসীরা পাগলা বউ বাজার আকন পট্টি গলিতে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দ্বারা তাকে গুলি করে। ফলে সে চিরতরে পঙ্গুত্বের জীবন বহন করে। ফলে সে অন্যের সাহায্যে এবং হুইল চেয়ারে চলাফেরা করে থাকে। রাজনীতিতে প্রবেশের সাথে সাথে এলাকায় চাঁদাবাজী, মাদক ব্যবসা, ভূমিদস্যুদের নির্মূল করার জন্য বিভিন্ন সময় প্রতিবাদ সহ তা বন্ধে চেস্টা করে আসছে। চেষ্টার ফলশ্রæতিতে সন্ত্রাসীরা প্রকাশ্যে চাঁদাবাজী, ভূমিদস্যু ও মাদক ব্যবসা করিতে না পেরে তাকে বেশ কয়েকবার হত্যা করার জন্য চেষ্টা করে। তার মতে প্রতিপক্ষ প্রভাবশালী কতিপয় নেতাদের ইন্ধনে পুনরায় তাকে হত্যা করার ষড়যন্ত্র একটি মহল।
এরই ধরনের ২৪ ডিসেম্বর রাত আটটায় ৪/৫ জন মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী চাদর গায়ে জড়িয়ে তার বাড়ীর সামনে বেশ কয়েকবার মহড়া দেয়। তারা দীর্ঘক্ষন অবস্থান করে মীরুর অবস্থান নিশ্চিত করার জন্য লোকজন দের নিকট খোঁজ খবর নেন। এ সময় সে বাসায় থাকায় বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে যায়। এ ঘটনার পর থেকে তিনি সহ পরিবারের সদস্যরা আতংকিত হয়ে পরেছেন।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আরিফ পাঠান জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান
Leave a Reply