অবিরাম বাংলা ২৪ঃ বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির আসন্ন ত্রি বার্ষীক নির্বাচনে সভাপতি পদপার্থী কাউসার আহমেদ পলাশ এর পক্ষে বাসন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাগলা, মুন্সীখোলা,তেলকল রড-সিমেন্ট, বালু পাথর লোড আনলোড শ্রমিক ইউনিয়ণ ( রেজিঃ ৪৬০৫) এর সভাপতি শেখ সাবের আহম্মেদ এর সভাপতিত্বে ভোট চেয়ে এক পথসভার আয়োজন করে ।
২১ জানুয়ারী শনিবার বেল ১২ ঘটিকায় পাগলা মুন্সিখোলা এলাকায় ভোট চেয়ে এ পথসভার আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাগলা, মুন্সীখোলা,তেলকল রড-সিমেন্ট, বালু পাথর লোড আনলোড শ্রমিক ইউনিয়ণ ( রেজিঃ ৪৬০৫)এর সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ ফতুল্লা থানা শাখার সভাপতি শেখ মোঃ হাফিজুর রহমান।
এই পথসভায় আগামী ২৭ জানুয়ারি আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদে পলাশের পক্ষে ট্রাক প্রতিকে ভোট চেয়ে বক্তব্য দেন শেখ সাবের আহম্মেদ সহ অন্যন্যরা। বক্তব্য শেষে একটি মিছিল ও বের করা হয়।
Leave a Reply