অবিরাম বাংলা ২৪: রুপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খাঁন রিয়াজ এর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তিনি সিসি ক্যামেরা থেকে তোলা কিছু ছবি পুঁজি করে একটি পোস্ট লিখেন, যেখানে তিনি লিখেছেন যে, ছাত্রলীগ সন্ত্রাসী রিয়াজের নেতৃত্বে হামলা ও তিন রাউন্ড গুলি এবং ১১ লক্ষ টাকা সহ ৭ ভড়ি স্বর্ন লুট করে এবং বিভিন্ন রকমের প্রাননাসক হুমকি দেয় ।তার এরকম মিথ্যা বানোয়াটের কথা দীর্ঘ নিশ্বাসের সাথে বলতে হয় যে তার এই রকম মিথ্যা ও মনগড়া বানানো অভিযোগের কারনে ছাত্রলীগের সম্মান খুন্য হচ্ছে এবং রুপগঞ্জ ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে জানান রুপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মীরা। এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খাঁন রিয়াজ বলেন,আমরা ছাত্র সংগঠনকে সুসংগঠিত করা এবং ছাত্র সংগঠনের নামকে আরও অগ্রগতি করার লক্ষে ও বিএনপির জালাও পোড়াও সন্ত্রাসী নৈরাজ্য প্রতিহিত করার জন্য হাটাবো মাছূমাবাদ এলাকায় একটি মটর সাইকেল সভা ডেকেছিলাম।উক্ত সভার মটর সাইকেল নিয়ে মাছূমাবাদ থেকে গাউছিয়া আসার সময় আওয়ামী লীগের কর্মী আবু দাউদ মোল্লার বাসার সামনে দিয়ে যে রাস্তাটি গিয়েছে সেই দিক দিয়ে আমরা যাচ্ছিলাম। তখন তার বাড়ির সিসি টিভির ফুটেজে আমাদের যাওয়ার ভিডিও হয়। সেই ভিডিও থেকে ছবি তুলে সেই ছবিকে অবলম্বন করে উপজেলা ছাত্রলীগকে কোন ঠাসা করার জন্য শুধু মাত্র পথযাত্রার ছবি দিয়ে আমাদের নামে মিথ্যা অপপ্রচার চালায়,উনি বলেন যে উনার বাড়িতে নাকি ছাত্রলীগ ডাকাতি করতে গিয়েছে।যে সংগঠন বঙ্গবন্ধুর হাতে গড়া ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত সংগঠন সে সংগঠন কখনো এই রকম মনগড়া বানানো কাজ করে নাই এবং করতে পারে না। আসলে আমাদের ছাত্রলীগের একটি মটর সাইকল সভা ছিলো সেখান থেকে আমরা আসছিলাম। আমরা তার বাড়িতে যাওয়া প্রশ্নই আসে না। তবে তার বাড়ির সিসি ফুটেজে যে ভিডিও রয়েছে সেখানে অবশ্যই সভা যাত্রার ছাত্রলীগের কর্মীরা ছিলো এবং রাস্তায় সাধারন জনগন ও স্কুল,কলেজের ছাত্র ছাত্রীরা ছিলো এবং যাতায়াতের জন্য একটাই রাস্তা ছিলো এ কারন তার বাড়ির রাস্তা দিয়েই আমাদের যেতেই হবে এ ছাড়া অন্যকোনো রাস্তা ছিলো না।কিন্তুু আমার প্রশ্ন হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার ফুটেজ যখন আছে তাহলে অবশ্যই বাড়িতে ঢোকা ও বের হওয়ার ফুটেজ নিশ্চয়ই থাকবে এবং তা সাধারন জনগন ও ছাত্র-ছাত্রীরা দেখবে তাই আশা করছি আপনার সৎ সাহস থাকলে বাড়িতে ঢোকা ও বের হওয়ার ফুটেজ সকলকে দেখাবেন এবং জনগনের কাছে জিজ্ঞেস করবেন যদি প্রমাণ দিতে পারেন আমরা ছাত্রলীগ এই ধরনের ন্যাক্কার জনক কাজ করেছি তাহলে জনগন যে ধরনের সিদ্ধান্ত নিবে আমরা তা মেনে নিবো। কিন্তু যদি প্রমাণ দিতে না পারেন তাহলে ছাত্রলীগের যে ভাবমূর্তি নষ্ট করেছেন তার জবার ছাত্রলীগকে দিতে হবে। এ রকম ভুয়া বানোয়াট সংবাদ রটানোর জন্য আমরা রুপগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং তার সাথে আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
Leave a Reply