অবিরাম বাংলা ২৪: বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফতুল্লা থানা বিএনপির কোষাধক্ষ্য ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম মাতবরের বাড়িতে গভীর রাতে ডিবি পুলিশের অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
২২ জুলাই দিবাগত রাতে ঢাকার তারুণ্যের মহাসমাবেশ কে কেন্দ্র করে সারা বাংলাদেশের ন্যায় নারায়ণগঞ্জের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বাড়িতে অভিযান ও গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২২ জুলাই) সকালে ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম মাতবর এক প্রেস বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিবৃতিতে নজরুল মাতবর আরও জানান, রাত আনুমানিক ১ টা বাজে এমন সময় ৬-৭ গাড়ি পুলিশ এসে আমার বাড়ির গেইটের তালা ভাঙ্গার চেষ্টা করে গেইট পিটিয়ে বেকাতেরা করে ফেলে এবং মা বোনকে নিয়ে অনেক গালাগালি করে। রাতের ৩ টা বাজে আবার এসে অনেক গালাগালি করে, সারারাত অনেক হয়রানি করেছে। পরে জানতে পারি ফতুল্লা থানা পুলিশ ও ডিবি পুলিশ ছিলো তাদের সাথে মহিলা পুলিশও ছিলো।রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই অভিযান চালানো হয়েছে।
গভীর রাতে বিএনপি নেতা নজরুল ইসলাম মাতবরের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, বিএনপি’র কোন প্রোগ্রাম বা সভা ডাকলেই পুলিশ কোন রকম ওয়ারেন্ট ছাড়াই বিএনপি নেতাদের গ্রেফতার ও অভিযান চালায়। গতকাল দিবা গত রাত্রে আমাদের সহযোদ্ধা নজরুল ইসলাম মাতবরের গভীর রাতে পুলিশি অভিযান এটা মেনে নেওয়া যায়না। শুধু একটা কথাই বলতে চাই এই সরকারকে পুলিশ দিয়ে যতই হয়রানী কিংবা গ্রেফতার করা হোক না কেন সকল বাধা অতিক্রম করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই স্বৈরাচার সরকারের পতন ঘটানো হবে। আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি থাকবো ইনশাআল্লাহ।
Leave a Reply