অবিরান বাংলা ২৪: মঙ্গলবার নারায়ণগঞ্জ সাব- রেজিস্ট্রি কমপ্লেক্স ভবনের অভ্যান্তরে সদর ও ফতুল্লা দলিল লেখক সমিতির যৌথ আয়োজনে বঙ্গবন্ধুর ৪৮তম সাহাদৎ বার্ষিকীতে তার ও তার পরিবার বর্গের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি রেখে বিশেষ শোক সভা ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জনাব, মোঃ রফিকুল ইসলাম
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – জনাব, আলী আকবর (সাব-রেজিস্টার, সদর)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব, সাজ্জাতুল কবির (সাব-রেজিস্টার, ফতুল্লা)
সার্বিক পরিচালনায় ছিলেন- মোঃ কলিম উল্লাহ (সভাপতি, সদর দলিল লেখক সমিতি)
ও সার্বিক সহযোগিতায় ছিলেন -মোঃ সুজন প্রধান (সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ সদর অফিস দলিল লেখক সমিতি)
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মোজাম্মেল হক ডল্টু, আব্দুর জব্বার, শহীদুল ইসলাম, হাবিবুল্লাহ, সালাউদ্দিন, গিয়াস উদ্দিন, ওমর ফারুক, আঃ মান্নান প্রধান, কাজী ইয়াদগার সেজান ও সৈয়দ তাইফুর হাসান গালীবসহ আরো অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তৎকালীন পাকিস্থান আমলে অনেক নেতাই জন্মগ্রহণ করেছিলেন কিন্তু বঙ্গবন্ধু একজনই ছিলেন, এমন নেতার অভাব কোনকিছুতেই পুরণ হবার নয়। ৭৫এ বঙ্গবন্ধু হত্যা অনেকটা কারবালার ইতিহাসের মতোই, কারবালার ময়দানে যেমন মহানবীর (সঃ) বংশকে নিরবংশ করা হয়েছিল, ঠিক তেমনিভাবে ৭৫এ বঙ্গবন্ধুর বংশকেও নিরবংশ করার লক্ষ্যে ঘৃন্যচক্রান্তকারীরা এ হত্যা কান্ড সংঘটিত করেছিল। ভাগ্যক্রমে সেদিন বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশের মাটিতে অবস্থান করছিলেন ও আল্লাহ চেয়েছিলেন বিধায় এখনও বেঁচে আছেন, এবং সফল ভাবে রাষ্ট্র পরিচালনা করছেন।
এসময় বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু যদি এদেশকে স্বাধীন করে না দিতেন তাহলে হয়তবা আমরা দলিল লেখক না হয়ে, অন্য কিছু হতাম। কেউ হয়তোবা সবজি বিক্রি করতাম না হয় সর্বোচ্চ কেরানী হয়ে জীবন পরিচালনা করতাম।
পরিশেষে সম্মিলিত মোনাজাত এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
Leave a Reply