1. admin@obirambangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বেগম জিয়া ও জাকির খানের সুস্থতা কামনা দোয়া সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে হাজী বিল্লাল হোসেনকে ফুলের শুভেচ্ছা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হাজী বিল্লাল হোসেনের সাথে তরুণ যুবকদের সৌজন্য সাক্ষাৎ আত্মসমর্পন করে চাঁদাবাজি মামলায় জামিন নিয়েছেন- সেলিম প্রধান মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই – নজরুল ইসলাম মাদবর না: গঞ্জে ভিপি নুর এর সমাবেশে ইতিহাস গড়লেন গণ নেতা ফেরদৌস আলম ভুইয়া মিঠু এনায়েত নগরে গিয়াস উদ্দিনের জনসভায় উপস্থিত থাকার জন্য বিল্লালের আহবান গণ অধিকার পরিষদ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে উদযাপন  করলেন ফেরদৌস আলম ভুইয়া মিঠু গণ অধিকার পরিষদের পাশে থাকার অঙ্গীকার করলেন  ফেরদৌস আলম ভুইয়া মিঠু মহা অষ্টমীতে ফতুল্লায় পূজা মন্ডপ পরিদর্শনে সাদেক

মাদক ব্যবসায়ী মুজাহিদ এবার দলীয় পদ থেকে বহিস্কার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৭ বার পঠিত

অবিরাম বাংলা ২৪:  ফতুল্লার তুষারধারা, গিরিধারা, শহীদ নগর, আদর্শ নগর এলাকার শীর্ষ সন্ত্রাসী গাজী মুজাহিদ মোল্লাকে(২৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মুজাহিদ (২৪) ফতুল্লা মডেল থানার কুতুবপর ইউনিয়নের আদর্শনগর মোহাম্মদবাগ এলাকার গাজী মোল্লার পুত্র।
পুলিশ জানায়, শনিবার দিবাহত রাত আড়াইটার দিকে বন্দর থানার মদনগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে ৬০ বোতল ফেনসিডিল ও ১ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুহুল আমিন জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে বন্দর থানার মদনগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। আটক করা হয় একটি মোটরসাইকেল। উদ্ধার করা হয় ৬০ বোতল ফেনসিডিল ও ১’ শ পিছ ইয়াবা ট্যাবলেট। এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
সম্প্রতি কুতুবপুরের শহীদ নগর এলাকায় চাঁদার দাবীতে রিপন দাস ও তাঁর স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত হত্যার চেষ্টা করে মুজাহিদ বাহিনী। বিশাল বাহিনী নিয়ে হামলা চালানোর একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভাইরালও হয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের হলেও পুলিশ মুজাহিদকে গ্রেফতার করতে পারেনি। গত ২১ আগস্ট রাতে চাঁদার দাবীতে কুতুবপুরের দৌলতপুরে ব্যবসায়ী ইব্রাহীমকে কুপিয়ে হত্যার চেষ্টা করে মোজাহিদ বাহিনী।
স্থানীয় সূত্র জানায়, গাজী মুজাহিদ মোল্লা কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর সরাসরি শেল্টারে এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। এর সাথে জড়িত রয়েছে, মুজাহিদ গ্যাংয়ের মূল হোতা কিশোর গ্যাং লিডার মিজান বাহিনী। যারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর এবং উঠতি বয়সের উশৃংখল যুবকদের নিয়ে বিশাল একটি বাহিনী গড়ে তুলে নানা ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে। ধুরন্ধর গাজী মুজাহিদ এলাকায় প্রভাব বিস্তার করতে কখনো প্রশাসনের কর্তা ব্যাক্তিদের সাথে, কখন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে কিংবা জনপ্রতিনিধিদের সাথে ফটোসেশান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে থাকেন। এই ছবিকে পুঁজি করেই নিজেকে বিশাল বাহিনী প্রধান হিসেবে আত্ম প্রকাশ ঘটিয়ে এলাকায় মাদক বিক্রি,চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। এই বাহিনীর কাছে তুষারধারা,গিরিধারা,শহীদ নগর, আর্দশ নগর,নুরবাগ এলাকাবাসী জিম্মি হয়ে পরেছে। মুজাহিদ বাহিনীর হাত থেকে মুক্তি পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ দাবী করেছে ভুক্তভোগী মহল।

উক্ত ঘটনা জানতে পেরে, ৭ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নির্দেশে শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট ইউনিট আওয়ামী লীগ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মুজাহিদ মোল্লাকে বহিষ্কৃত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 © Obiram Bangla 24 ©
Theme Customized By Theme Park BD