অবিরাম বাংলা ২৪ঃ ফতুল্লায় যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আওয়ামীলীগের কেন্দ্র নির্দেশিত বিজয় মিছিল বের করা হয়েছে। মঙ্গলবার ( ১৯ ডিসেম্বর ) বাদ আছর ফতুল্লা চৌধুরীবাড়ি পারিবারিক মিলনায়তন থেকে এ বিজয় মিছিলের নেতৃত্বে দেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী এবং ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও থানা ছাত্রলীগের সভাপতি হাজী আবু মো.শরীফুল হক।
বিজয় মিছিল শুরুর পুর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী বলেন, স্বাধীনতার ৫৩ বছরে পদার্পন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ আয়োজিত দেশব্যাপী বিজয় মিছিলের অংশ হিসেবে আমরাও মিছিল নিয়ে মাঠে নেমেছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার দামাল ছেলেরা যুদ্ধে অংশ নিয়ে ৭১ সালে ১৬ ডিসেম্বর লাল-সবুজের পতাকার বাংলাদেশের বিজয় নিয়ে আসেন। আমরা সে সকল সাহসী শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি তাদের তাজা রক্তের বিনিময়ে আজ বাংলাদেশের জন্ম হয়েছে। তিনি আরও বলেন,আগামী ৭ জানুয়ারীতে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রতিটি প্রার্থীকে জয়যুক্ত কওে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরেকটি বিজয় উপহার দিবো ইনশাআল্লাহ। তিনি ঐ দিন নারায়ণগঞ্জ-৪ আসনে একেএম শামীম ওসমানকে মুল্যবান ভোট দিয়ে আবারো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য ভোটারদেরকে আহবান জানান।
Leave a Reply