অবিরাম বাংলা ২৪: আসন্ন দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনে কুতুবপুরে ৮০ নং পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন কেন্দ্র কমিটির আহবায়ক শিবু দাসের নেতৃত্বে নির্বাচনের আগের রাতে পলিং এজেন্ট ও এলাকার ভিত্তিক যে সকল কর্মী রয়েছে তাদেরকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ জানুয়ারি শনিবার সন্ধ্যায় ৮০ নং পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আহবায়ক শিবু দাসের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়।
এসময় শিবু দাস বলেন, আগামী ৭ ই জানুয়ারি নারায়ণগঞ্জ ৪ আসনে এ কে এম শামীম ওসমানকে নৌকা প্রতিকে ভোট দিয়ে টানা তৃতীয় বারের মতো জয়যুক্ত করতে হবে। আমাদের একটাই উদ্দেশ্য ভোটাররা যাতে সুন্দর সুষ্ঠুভাবে তাদের ভোটটা দিতে পারে সেই সহযোগিতা করা।
এ সময় ৮০ নং পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটির যে সকল পোলিং এজেন্ট রয়েছে তাদের সকলের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় এবং হোল্ডিং এজেন্টরা কিভাবে ভোটারদের সহযোগিতা করবে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করে প্রস্তুতিমূলক সভাটি শেষ করা হয়।
উক্ত সভায় ৮০ নং পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র কমিটির অন্যান্য সদস্য এবং পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন।
Leave a Reply