অবিরাম বাংলা২৪: নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে পূর্ব শাহী মহল্লা মসজিদ – ই- বায়তুল মামুর পূর্ব শাহী মহল্লা যুব সমাজের উদ্যোগে আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে একদিন ব্যাপী ৩ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ দা.বা. পীর সাহেব খুলনা ও খলিফা পীর সাহেব চরমোনাই (রহ.)।
উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ খিজির আলম সালেহী , মুফাসসিরে কোরআন মুবাল্লিগ,পাঙ্গাসিয়া দরবার শরীফ, পটুয়াখালী
বিশেষ বক্তা হিসেবে আরো ওয়াজ করিবেন উদীয়মান তরুণ বক্তা মোফাসসেরে কোরআন, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মোস্তাকিম বিল্লাহ ফারুকী, ইমাম খতিব, বাইতুল মোবারক জামে মসজিদ তল্লা নারায়ণগঞ্জ।
বিশেষ বক্তা হিসেবে আরো ওয়াজ করিবেন মুফাসসের কোরআন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মহিববুল্লাহ আল হাদি ইমাম ও খতিব মসজিদ ই বাইতুল মামুর, পূর্ব শাহী মহল্লা।
উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে মসজিদ ই বাইতুল মামুর উপদেষ্টা রুহুল আমিন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মসজিদ ই বাইতুল মামুর মোতাওয়াল্লি মানিক মিয়া।
উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের অসৎ নেকী হাসিল করুন।
বি: দ্র: মহিলাদের ওয়াজ শোনার সুব্যবস্থাও রয়েছে।
Leave a Reply