অবিরাম বাংলা ২৪ঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন পাগলায় ৫ দিন ব্যাপী শ্রী শ্রী তারকাব্রক্ষ মহানাম যজ্ঞা অষ্টকালীন লীলা কীর্তন ৫৭ তম বার্ষিকী ৫ ই মার্চ মঙ্গলবার পর্যন্ত অনুষ্ঠিত হয়
সনাতন ধর্মাবলম্বীদের ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উক্ত আয়োজনটি উদযাপিত হচ্ছে।
উক্ত শ্রী শ্রী তারকাব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন এর সভাপতির দায়িত্বে রয়েছেন, তন্ময় দাস মহন্ত মহারাজ, সেক্রেটারি, সত্য গোপাল রাজবংশী।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রী শ্রী রাধাগোবিন্দ বিগ্রহ জিউ মন্দিরের, সাবেক সভাপতি বিশ্বনাথ দাস বাবু, শ্রী শ্রী রাধাগোবিন্দ বিগ্রহ জিউ মন্দির, সাধারণ সম্পাদক, বকুল চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক, দুলাল রাজবংশী, সিনিয়র সহ সভাপতি, রাম গোপাল দাস, ১ নং সদস্য, রাজীব রাজ বংশী।
আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা শ্রমিক লীগের সহ-সভাপতি, ওয়াহিদুর রহমান, যুগেশ দাস, মুকুল, স্বাধীন, নিরঞ্জন প্রমূখ।
আয়োজনে, শ্রী শ্রী রাধাগোবিন্দ বিগ্রহ জিউ মন্দির, শ্রী শ্রী পাগলনাথ জিউ মন্দির, শ্রী শ্রী রামসীতা জিউ মন্দির।
উক্ত মহাযজ্ঞা ও লীলা কীর্তনে, সনাতন ধর্মাবলম্বী প্রায় ১০ হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply