অবিরাম বাংলা: রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের ঢাকা আউট গোয়িং রোডস্থ পোস্তগোলা ব্রিজের ঢালে রাস্তার উপর ০১টি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের (০৬) সদস্যকে গ্রেফতার করা হয়।
এসআই/ মোহাম্মদ সাকিব হোসেন অফিসার ও ফোর্স সহ শ্যামপুর থানার দিবা সিসি নং- ৭৭৫/২০২৪ এবং জিডি নং- ২১৭, হোন্ডা মোবাইল-৪২ ডিউটি করাকালে গতকাল ০৮/০৫/২০১৪ ইং তারিখ রাত্রি ০৩:৩০ ঘটিকার সময় জুরাইন মাজার গেইট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, শ্যামপুর থানাধীন ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের ঢাকা আউট গোয়িং রোডস্থ পোস্তগোলা ব্রিজের ঢালে রাস্তার উপর ০১টি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দল ০১টি পিকআপসহ ডাকাতির জন্য সমবেত হইয়া ডাকাতির প্রস্তুতি গ্রহন করিতেছিল।
উল্লখিত সংবাদের ভিত্তিতে এসআই/ মোহাম্মদ সাকিব হোসেন অফিসার ও ফোর্স সহ শ্যামপুর থানার দিবা সিসি নং-৭৭৫/২০২৪ উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক, বাদী সঙ্গীয় ফোর্স এবং থানা এলাকায় হোন্ডা মোবাইল-৪২১ ডিউটিরত এসআই/মোঃ তোরগুল হাসান সোহাগ ও তার সঙ্গীয় এএসআই/মোঃ মুকুল শেখ এবং কং/২৬৪৪৯ মোঃ অলিউল্লাহদের সহ রাত্রি ০৩:৪০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া ডাকাতরা পিকআপ স্টার্ট দিয়া পালানোর চেষ্টা করিলে বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহ পিকআপ গাড়ীটি ঘিরে ফেলে। তখন ডাকাতরা পিকাপটি রাস্তায় রেখে পালানোর চেষ্টা করিলে ঘটনাস্থল থেকে, বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় ০৬ জন আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতার কৃত ডাকাত সদস্যরা হলেন, ০১/ মোঃ বাদশা মিয়া, ০২/ মোঃ সুমন (৩০), ০৩/ মোঃ সনি (২৫), ০৪/মোঃ এশাদুল (৪৫),
০৬/ মোঃ রবিউল আলম সরদার (৩৫)।
তখন ঘটনাস্থল হইতে গাড়ীর চালকসহ অজ্ঞাতনামা ২/৩ জন ডাকাত দৌড়ে পালাইয়া যায়। বাদী উক্ত আসামীদের নিকট হইতে ০১টি ভোল্ট কার্টার, ০২টি স্টিলের কার্টার, ০৩টি ছোট টর্চ লাইট, ০১টি টর্চ লাইট, ০১টি পিকআপ জব্দ তালিকা মূলে জব্দ করেন। জব্দকৃত পিকআপ নাম্বার টাকা মেট্রো ন-২০৬১৫৪
এ ব্যাপারে, ০৯/০৫/২০২৪ ইং তারিখে শ্যামপুর থানায় ১ টি মামলা হয়। মামলা নং-০৫
ধারাঃ ৩৯৯/৪০২ পেনাল কোড।
এ ব্যাপারে শ্যামপুর জোনের এসি জানান, ঘটনার সাথে জড়িত আসামীগণ সক্রিয় ডাকাত দলের সদস্য। ঘটনার দিন ভোর ০৪:১০ ঘটিকায় আসামীগণ পূর্ব পরিপরিকল্পিতভাবে শ্যামপুর থানাধীন ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের ঢাকা আউট গোয়িং রোডস্থ পোস্তগোলা ব্রীজের ঢাল পাকা রাস্তার উপর ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়। আমাদের পুলিশবাহিনী অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে (০৬) জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
তিনি আরো জানান, এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করতে হবে, ডাকাত চক্রের হোতাদের গ্রেফতার করতে আমাদের পুলিশ বাহিনীকে ইতিমধ্যে আরও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে এলাকায় গণসচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করতে হবে।
ফতুল্লা থানা প্রতিনিধি, রাহাদ হোসেন
Leave a Reply