অবিরাম বাংলা: গণ অভ্যুত্থান পরবর্তী সারাদেশব্যাপী দুষ্কৃতিকারীদের দ্বারা চলমান সহিংসতা,চাঁদাবাজি, অগ্নিসংযোগ ও লুটতরাজের প্রতিবাদে আজ ১০ই আগস্ট রোজ শনিবার বাদ আছর ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কুতুবপুর ইউনিয়নে ” শান্তি মিছিল ও সমাবেশ ” অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবির। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়নের সভাপতি হাজী মুহাম্মাদ ওয়াসিম উদ্দীন।
মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথি মুহাম্মাদ জাহাঙ্গীর কবির বলেন, ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দেশের স্বৈরাচার জালিম সরকার থেকে জনগণকে মুক্ত করেছে৷ এখন দেশকে নতুনভাবে গড়ে তোলার সময়। আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে কিছু দুষ্কৃতকারী কুতুবপুর ইউনিয়ন জুড়ে আগের সরকারের সন্ত্রাসীদের মতো এখনো সমাজের মধ্যে চাঁদাবাজি, ছিনতাই ও লুটপাট করে বেড়াচ্ছে। জনগণ ডাকাতদের যন্ত্রণায় শান্তিতে ঘুমাতে পারছে না। সংখ্যালঘুরাও আতঙ্কিত অবস্থায় দিন পার করছে।
এমতাবস্থায় পীর সাহেব চরমোনাই হুজুরের নির্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশব্যাপী মন্দির ও সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা,ট্রাফিক সিগনালের দায়িত্ব ও রাস্তাঘাট পরিষ্কারের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে। সকল জনগণের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন একটি আস্থার নাম। তাই সাধারণ জনগণ ও সংখ্যালঘুদের নিরাপত্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদা প্রহরী হিসেবে কাজ করে যাবে।
শান্তি মিছিলটি নুরবাগ চত্ত্বর থেকে যাত্রা শুরু করে চিতাশাল,ইসলামিয়া বাজার,শাহীবাজার
ও নয়ামাটি হয়ে পাগলা বাজার গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
Leave a Reply