নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাসুম রানার বাড়িতে হামলা ভাঙচুর চালিয়ে মালপত্র লুট করেছে দুর্বৃত্তরা। একই সাথে বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। এবং একই দিনে ইজারা নেয়া ডিক্রিরচর খেয়াঘাট দখল করে নেয় বিএনপি ও জামায়াতের লোকেরা। ঘাট দখল করতে গিয়ে এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়।
গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে বিভিন্ন ইস্যুতে ফন্ট লাইনে রয়েছে দীর্ঘদিন ধরে ক্ষমতা বাইরে থাকা বিএনপি। আর এই সুযোগে বিভিন্ন সেক্টর দখলে মরিয়া হয়ে উঠেছে বিএনপি ও জামাতের লোকেরা। আর এই সেক্টর দখল নিতেই সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি ও জামাতের লোকেরা।
ভুক্তভোগি মাসুম রানা জানান, গত ৭ই আগস্ট বিএনপি’র প্রভাবশালী নেতা জাকির খানের পালিত সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে আমার বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট করে বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দুবৃত্তরা। এবং আমার নামে ইজারা নেওয়া ডিক্রিরচর খেয়াঘাট বিএনপি ও জামাতের লোকেরা দখল করে নেয়।
এ সম্পর্কে জনাব মাসুম রানা আরো বলেন ,আজ থেকে ২০/ ২২ বছর আগে জাকির খানের সাথে আমার ব্যবসায়িক সমস্যা ছিল এবং আমি তার বিরুদ্ধে থানায় অভিযোগ করি। যার ফলে পূর্ব শত্রুতার জের ধরেই তারা আমাদের বাড়িতে হামলা ও লুটপাট করে বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এবং ঘাট দখল করে নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। এ ঘটনার জড়িতদের শাস্তি দাবি করে জনাব মাসুম রানা বলেন ,প্রথম দফা তারা আমার বাড়িতে হামলা লুটপাট ও ভাঙচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। দ্বিতীয় দফা তারা আমাদের ঘাটটি দখল করে নেয় এবং তৃতীয় দফা বি এন পি ও জামাত শিবিরের লোকেরা আমাকে সহ আমার পরিবারের সবাই বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে আলিরটেক ইউনিয়ন পরিষদের বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আরিফ মন্ডল। তিনি জানান ,বিএনপি নেতাদের লোকজন নয় জামাতের লোকেরা তার বাড়িতে হামলা ও আগুন দিয়েছে বলে তিনি দাবি করেন।
অভিযোগের বিষয় জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম বলেন অভিযোগের তদন্ত করে যারাই এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতা আনা হবে বলে তিনি জানান। মাসুম রানার সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন মাসুম রানা ও তার পরিবারের বিরুদ্ধে ২ ই সেপ্টেম্বর একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং উনার ছোট ভাই পলাতক আসামি জুনায়েদ কবীরের বিরুদ্ধে থানা মামলা করা হয়েছে। মামলা সম্পর্কে জানতে চাওয়া হলে ওসি বলেন মূলত মামলাগুলো করা হয়েছে অবৈধ ব্যবসা-বাণিজ্য ও চোরাকারবারের সাথে যুক্ত থাকার কারণে।
Leave a Reply