অবিরাম বাংলা ২৪ঃ নারায়ণগঞ্জের পুলিশ সুপার ভবনের ঠিক ১০০ গজ পিছনে গড়ে উঠেছে মাদকের বিশাল আখড়া নেই প্রশাসনের কোন নজরদারী।
নারায়ণগঞ্জ সদর ফতুল্লা থানাধীন মধ্যবর্তী এলাকাগুলোতে, গড়ে উঠেছে মাদকের বিশাল আখড়া । এতে ধ্বংসের পথে মধ্য বয়সী যুবক-যুবতীরা। হাত বাড়ালেই প্রকাশ্যে মিলছে ফেন্সিডিল, ইয়াবা, হোর্ইোন, গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য।
স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয় বাসিন্দা দিদার খানের পুত্র মাদক সম্রাট নিসাত খান ফতুল্লার , চানমারি, সবুজবাগ, পশ্চিম তল্লা মাদকের বড় বড় চালান দিয়ে থাকে।
মাদক ব্যবসায়ীদের শেল্টার দাতাদের রুখতে ফতুল্লা ৯ নং ওয়ার্ডে যুবলীগ সদস্য জানে আলম বিপ্লব ও মুরাদ হাসানের নেতৃত্বে এবং পশ্চিম তল্লা সবুজবাগ পঞ্চায়েত কমিটির উদ্যোগে মাদকবিরোধী আন্দোলন ও বিক্ষোভ মিছিল করেন ।
এলাকাবাসী জানায়, মাদক বিক্রির প্রতিবাদ করলে মাদকের শেল্টার দাতারা তাদের মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করলে কোনো প্রতিকার মিলেনি এলাকাবাসী।
Leave a Reply