অবিরাম বাংলা ২৪ঃ রুপগঞ্জ উপজেলার বরপা হাজী নুরউদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন ভূইয়া এর বিরুদ্ধে আনিত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে সাময়িক বরখাস্ত থেকে সরিয়ে নিয়ে পুনরায় উক্ত স্কুল এ শিক্ষকের পদে তাকে পূর্নবহাল করার দাবীতে ৩০ আগষ্ট (মঙ্গলবার ) দুপুর বেলা ১ ঘটিকার সময় বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য হাজী নুরউদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া ও তানজিলাকে বেধরক মারার অভিযোগে মামলা করা হয় সিনিয়র শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে।সরে জমিনে গিয়ে জানাযায় শিক্ষার্থী সামিয়া ও তানজিলা স্কুল বন্ধ হওয়ার খুশিতে চুমকি নিয়ে যান স্কুলে। স্কুল ছুটির সময় তারা স্কুলে নিজেদের মধ্যে চুমকি নিয়ে খেলছিল।তখন একটি ছাত্রকে সামিয়া ও তানজিলা মিলে এমন ভাবে চুমকি মেখেছিলো সেই চুমকি ঐ শিক্ষার্থীর চোখে যায় ।শিক্ষার্থী সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন এর কাছে বিচার দিলে শিক্ষক হিসাবে তাদের শাসন করেন তিনি ।
সে সময় তারা অসুস্থ হয়ে পরলে স্কুল থেকে তাদের সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসারত ডাক্তার বলেন সামিয়া ও তানজিলা অস্থির ও বিশ্রামহীন ছিল তাই এমন হয়েছে ।মানববন্ধনে উক্ত স্কুলের শিক্ষার্থীদের দাবী আমাদের মা-বাবার পর অভিবাবক হিসেবে আমরা শিক্ষক ও শিক্ষকাদের যানি।আমাদেরকে তারা আদরে-শাসনে রেখে সব সময় সুশিক্ষত ও শৃঙ্খলা জীবন গড়ার প্রচেষ্ঠা চালিয়ে যান । তাই আমরা এ আশা ব্যক্ত করছি আমাদের পিতৃতুল্য শিক্ষক জসিম উদ্দিন ভূইয়া স্যার এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে সাময়িক বরখাস্ত থেকে সরিয়ে পুনরায় আমাদের মাঝে ফিরিয়ে দেয়া হোক ।
Leave a Reply