অবিরাম বাংলা ২৪ঃ নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা থানাধীন পাগলা বাজার শ্রী শ্রী পাগলনাথ রাম সীতা জিও বিগ্রহ মন্দিরে শ্রী শ্রী শ্যামা পূজার প্রস্তুতি ৷
আগামী {৬ ই কার্তিক}{ ২৪ অক্টোবর} সোমবার সন্ধ্যা ৬,০১ এক মিনিট দীপাবলীর মঙ্গল প্রদীপ প্রজ্বলন রাত ৯,০১ মিনিট মণ্ডপ প্রাঙ্গনে প্রতিমা স্থাপন ৷ রাত ১২,০১ মিনিট শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা আরম্ভ৷ পূজা শেষে প্রসাদ বিতরণ৷
{৭ই কার্তিক}{ ২৫ অক্টোবর }মঙ্গলবার সন্ধ্যা ৬,৩০ মিনিট সন্ধ্যা আরতি৷ এবং সন্ধ্যা ৭,৩০ মিনিট ধূপতি নাচ৷
{৮ ই কার্তিক}{ ২৬ অক্টোবর }বুধবার সন্ধ্যা ৭:৩০ মিনিট সন্ধ্যা আরতি৷ ও রাত ১০,০১ মিনিট বিসর্জন আরতি প্রতিমা নিরঞ্জন ও শান্তি জল গ্রহণ ৷আগামী তিনদিনব্যাপী চলবে এ সকল অনুষ্ঠান৷
শরতের আগমনে শিশির সিক্ত সন্ধ্যায় ঘরে ঘরে জ্বলে উঠবে দ্বীপান্তিতায় মঙ্গল প্রদীপ৷ অমাবস্যার নিশিতে প্রকৃতির অপরূপ সাজ মনে করিয়ে দেয় শ্রী শ্রী শ্যামা মায়ের আগমনী বার্তা ৷তাই প্রতি বৎসরের ন্যায় এবারও আগামী {৬ কার্তিক}{ ২৪ অক্টোবর} সোমবার থেকে {৮ই কার্তিক ২৬ অক্টোবর} বুধবার পর্যন্ত নির্ধারিত৷ অনুষ্ঠানমালা অনুসরণে শ্রীশ্রী পাগল নাথ ও শ্রী শ্রী রাম সীতা জিও বিগ্রহ মন্দির প্রাঙ্গণে সকল ভক্তবৃন্দের উদ্যোগে শ্রীশ্রী শ্যামা মায়ের রাতুল শ্রীচরণে রক্ত জবা ফুলের পুষ্পাঞ্জলি নিবেদনের মনোবাঞ্ছনা করা হয়েছে৷
উক্ত অনুষ্ঠানমালার প্রতিটি পর্বে আপনার উপস্থিতি স্বতঃস্ফূর্তি অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতায় আনন্দময় হয়ে উঠুক পূজা মন্ডপের পবিত্র অঙ্গন৷
নমস্কারান্তে: শ্রী তন্ময় দাস মহন্ত ও শ্রী চিন্ময় দাস মহন্ত সেবায়েত শ্রী শ্রী পাগলনাথ ও শ্রী রাম সীতা জিও বিগ্রহ মন্দির।
Leave a Reply