নিজস্ব প্রতিনিধিঃ কুমিল্লা জেলার হোমনা দরিচড় গ্রামে ধানক্ষেতে কুরিয়ে পাওয়া নবজাতক শিশুকে নিয়ে রমরমা ব্যবসা শুরু করেছে একই গ্রামের মানিক মিয়া, গত ২২ই জুলাই বাচ্চাটাকে ধান ক্ষেতে দেখতে পায় আমির মিয়া নামের এক কৃষক,পরবর্তীতে বাচ্চাটাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়, পরবর্তীতে বাচ্চাটির অবস্থা খারাপ দেখে বাচ্চাটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল ভর্তি করার জন্য চিকিৎসকরা পরামর্শ দেয়, তারই ধারাবাহিকতায় সোশ্যাল ওয়ার্কার মোস্তাফিজুর রহমান মিলন এর সহায়তায়, বাচ্চাটিকে ভর্তির ব্যবস্থা করা হয়, এবং বিভিন্ন গণমাধ্যম এর সহায়তা নিয়ে সমাজ সেবা অধিদপ্তর বাচ্চাটির চিকিৎসার দায়িত্ব নেয়, কিন্তু এই মানিক মিয়া বাচ্চাটির ছবি দেখিয়ে গ্রামবাসী হতে ও বিভিন্ন যায়গা হতে টাকা তুলতে থাকে এবং সে বাচ্চাটির দায়িত্বে আছে বলে গ্রামবাসীকে অবহিত করে, ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করে যানা যায়, যে কারও অধিনে বাচ্চাটি নেই, বাচ্চাটি সম্পুর্ণ ভাবে সমাজ সেবা অধিদপ্তর এর আন্ডারে আছে এবং শুনা যায় যে মানিক মিয়া বাচ্চাটির দায়িত্ব নিতে চায়, অবাক করা বিষয় হচ্ছে সে নিজেই চলতে পারেনা এবং ঋণে জর্জরিত, তার ছেলে সন্তান চারজন এবং সামান্য একটি ঘর রয়েছে। অনুসন্ধানে আরও বেরিয়ে আসে, বছর খানে আগে সে নিজে ক্যান্সারে আক্রান্ত হয়ে মানুষের কাছ হতে সহায়তা নিয়ে চিকিৎসা চালিয়েছে। যেহুতু বাচ্চাটির বিষয় একটি আলোচিত ঘটনা সুশীল সমাজের মানুষের দাবি বাচ্চাটিকে একটি ভালো পরিবার এর কাছে তুলে দেয়া হোক অন্যথায় তাকে সরকারি চাইল্ড কেয়ার এ হস্তান্তর করা হোক। কোনো দালাল প্রতারক ধান্দাবাজ এর হাতে যেনো বাচ্চাটিকে তুলে দেয়া না হয়।
Leave a Reply