অবিরাম বাংলা ২৪ঃনারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির গ্রেফতারে নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নং সহ সাধারণ সম্পাদক খালেক মাহমুদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাম্প্রতিক সময়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথ গরম রেখেছেন। দেশের সার্বিক পরিস্থিতি দ্রব্যমূল্যের উর্ধবগতি পুলিশের গুলিতে নিহত সকল নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে এবং সরকার পতনের আন্দোলনে সারাদেশেই বিভাগীয় সমাবেশ করে। আর তাদের শেষ বিভাগীয় সমাবেশ আগামী ১০ তারিখ ঢাকার নয়া পল্টনে করার ঘোষণা দেয়।
আর এই বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে সারাদেশ থেকে নেতাকর্মীরা নয়া পল্টনে জড়ো হতে থাকে।
তারই ধারাবাহিকতায় গতকাল নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা নয়া পল্টনে বিক্ষোভ করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায় এবং সেই বিক্ষোভ থেকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রনি সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ।
শুধু তাই আজকেও বিএনপির সিনিয়র নেতারা নয়াপল্টনে জড়ো হলে পুলিশের সাথে নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের সৃস্টি হয়। সেখানে থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক আবদুস সালাম, ঢাকা উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, চেয়ারপার্সন একান্ত সহকারী সামসুল রহমান শিমুল বিশ্বাস, প্রচার ও মিডিয়া সেলের সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
গ্রেফতার বিষয়ে খালেক মাহমুদ জানান, নেতাকর্মীদের গ্রেফতার করে সমাবেশ বানচাল করতে পারবে না।আগামী ১০ তারিখ নয়া পল্টনেই সমাবেশ হবে। আমরা নেতাকর্মীরা প্রস্তুত রয়েছি। জীবন দিয়ে হলেও এই সমাবেশ সফল করার চেষ্টা করবো ইনসাআল্লাহ।
Leave a Reply