অবিরাম বাংলা ২৪: নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে শ্রী শ্রী পাগল নাথ ও শ্রী শ্রী রাম সীতা মন্দিরে পপুলার হেলথ কেয়ার ভেক্সিনেশন সেন্টারের আয়োজনে হোপাটাইটেস বি ও রক্ত পরীক্ষা করানো হয়।
৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শ্রী শ্রী পাগল নাথ ও শ্রী শ্রী রাম সীতা মন্দিরে চলে এ চিকিৎসা সেবা।
এসময় এ চিকিৎসা সেবা প্রদানে সার্বিক ব্যবস্থায় ছিলেন এত্র মন্দিরের সেবায়েত চিন্ময় দাস মহন্ত,সেবায়েত তন্ময় দাস মহন্ত সহ অন্যান্যরা।
এসময় চিন্ময় দাস মহন্ত জানান,যুগের পর যুগ ধরে এই মন্দিরে আশা মানুষের সেবা দান করে যাচ্ছি। আজকে আমাদের এই মন্দিরে যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। এই চিকিৎসা ক্যাম্পেইন এর মাধ্যমে এই এলাকার মানুষ উপকৃত হয়েছে। আমার পক্ষ থেকে পপুলার হেলথ কেয়ার ভেক্সিনেশন সেন্টারের সকল চিকিৎসক কে ধন্যবাদ জানাই।
Leave a Reply