অবিরাম বাংলা২৪: ১৪ বছর পর নারায়ণগঞ্জ জেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন জেলা বিএনপির সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো: বিল্লাল হোসেন ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ।
এসময় কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন বলেন , আমি কৃতজ্ঞতা জানাই দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কারন নারায়ণগঞ্জে জেলা বিএনপিতে যোগ্যদের মূল্যায়ন করা হয়েছে। আর আমরা তাদের নেতৃত্বে দলের জন্য কাজ করে যাবো। দলের সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থাকবো ইনসাআল্লাহ্ ।
এসময় কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বলেন, আমরা আজ অত্যান্ত খুশি ও আনন্দিত কারন নারায়ণগঞ্জে বিগত দিনের থেকে এবার অনেক যোগ্য পরিশ্রমি নেতাদের জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছে। তাদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আরও শক্তিশালী হবে এটাই আমরা মনে করি এবং আমরা তাদের নেতৃত্বে দলের স্বার্থে কাজ করে যাবো।
Leave a Reply