বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা থানা পাগলা নন্দলাপুর মেডিকেল রোড মনির হোসেনের ভাড়াটিয়া লিটনের স্ত্রী পাপ্পুর মা সন্তানের সহযোগিতায় আট থেকে দশটি স্মার্ট ফোন ভাড়া দেয়।
স্কুল শিক্ষার্থীদের কাছে মোবাইল ফোনে প্রতিটি ফ্রী ফায়ার গেম খেলার জন্য ৫০, টাকা করে ভাড়া নেয়। দীর্ঘদিন যাবত লিটনের ইস্ত্রী এসব কর্মকাণ্ড করে যাচ্ছে। এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিষয়টি জানতে পারলে বিচার সালিশ করে কিছুদিন এসব অশুভ কর্মকাণ্ড বন্ধ থাকলে ,এখন আবার নতুন করে ফ্রি ফায়ার গেম ভাইরাসে শিক্ষার্থীরা ঝুঁকে পড়ছে। যদি শিক্ষাই হয় জাতির মেরুদন্ড তাহলে সমাজের সকল সচেতন মানুষের দায়িত্ব শিক্ষার্থীদের কে মোবাইল ফোনের ভাইরাস ফ্রি ফায়ার গেম থেকে তাদেরকে শিক্ষা মনোযোগী করা। এমনকি শিশু শ্রমিকরা পর্যন্ত এই ফ্রী ফায়ার গেম ভাইরাসে ঢুকে পড়েছে সিলভার ফ্যাক্টরি শিশু শ্রমিক সপ্তাহে ৩০০ টাকা উপার্জন করে, তার মা সন্তানের উপার্জনের আশায় অপেক্ষা করে কিন্তু সেই ছেলেটি ফ্রী ফায়ার গেম খেলে তার মাকে শ্রমের টাকা না দিয়ে এই ফ্রী ফায়ার গেম এর কবলে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে তাদের পরিবার।এলাকাবাসীর দাবি অচিরে নন্দলাপুর মেডিকেল রোড থেকে লিটনের স্ত্রী পাপ্পুর মা এ সমস্ত কর্মকাণ্ড আর না করতে পারে। শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়ে গিয়ে মানুষের মতো মানুষ হতে পারে সকল প্রশাসনের দপ্তরের কাছে তারা এই দাবি জানান।
Leave a Reply