অবিরাম বাংলা২৪: সারাদেশে বিএনপির কেন্দ্র ঘোষিত টানা তিন দিনের অবরোধ কর্মসূচি চলছে। এ অবরোধ কর্মসূচিতে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও বিএনপি নেতারা সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে। অন্যদিকে বিএনপির অবরোধ কর্মসূচি ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানার নেতাকর্মীদের।
তার এই ধারাবাহিকতায় ৩১ অক্টোবর মঙ্গলবার অবরোধের প্রথম দিনে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতারা প্রত্যেকটি পাড়া মহল্লা,মহাসড়কে অবস্থান নেয় এমনকি বিএনপি যাতে কোন ধরনের নৈরাজ্যের সৃষ্টি না করতে পারে এবং জনগণের যানমালের ক্ষতি না করতে পারে তারই লক্ষে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মহাসড়ক ও পাসপোর্ট এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা অবস্থান নেয়।
এ সময় স্থানে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক চান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাগর মেম্বার, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধক্ষ্য মাখন সরকার, আওয়ামী লীগ নেতা হাজী রুহুল আমিন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা সাব্বির আহমেদ জুলহাস, যুবলীগ নেতা মেহেদী হাসান, যুবলীগ নেতা ইমরান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply