অবিরাম বাংলা ২৪: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ড. হাবিবুর রহমান মোল্লা। আজ ১৯ নভেম্বর রবিবার সকালে তিনি দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
আগামী কাল সোমবার নির্বাচন কমিশনের নিয়ম মেনে মনোনয়ন পত্র জমা দিবেন বলে জানিয়েছেন তিনি।মনোনয়নপত্র সংগ্রহ করার পর তিনি বলেন, সকলেই সালাম ও শুভেচ্ছা নিবেন। মহান আল্লাহর অশেষ রহমতে ২০৫, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন ফরম উঠালাম।
আগামীকাল ২০ নভেম্বর ২০২৩, সোমবার সকাল ১০ টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, আাওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় মনোনয়ন ফর্ম জমা দেব, ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, দীর্ঘ রাজনৈতিক জীবনের এই স্বীকৃতিটুকু যেন আল্লাহ দান করেন ।
আমি এর আগেও মনোনয়ন কিনেছিলাম। এবারও কিনেছি, আশা করছি আমাদের দেশনেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নারায়ণগঞ্জ ২ আড়াইহাজার থেকে মূল্যায়ন করবে। আর যদি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নাও পাই তাহলেও দলের স্বার্থে নৌকার পক্ষে কাজ করে যাব।
জানা যায়, আগামী ৭ ই জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দিনে সারাদেশ থেকে ১ হাজার ২১২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে সরাসরি মনোনয়ন ফরম কিনেছেন ১১৮০ জন আর অনলাইনে কিনেছেন ৩২ জন।
রোববার (১৯ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আজ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১১৮০ জন। আর অনলাইনের মাধ্যমে ফরম সংগ্রহ করেছেন ৩২ জন। সব মিলিয়ে ফরম বিক্রি হয়েছে ১২১২টি। এর মাধ্যমে দলের আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা
Leave a Reply