অবিরাম বাংলা ২৪: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ২৯৮টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে এই তালিকা প্রকাশ করা হয়। তিন আসন থেকে মনোনয়নপত্র কেনা সাকিব আল হাসান মাগুরা-১ আসন থেকে নৌকার টিকিট পান। সাকিবকে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন রনি তালুকদার।
রোববার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে সাকিবকে নিয়ে স্ট্যাটাস দেন রনি। নিজের সেই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান ভাইকে সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ হতে মনোনীত করায় এই দেশের উন্নয়নের রুপকার জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি রইলো অসংখ্য ধন্যবাদ এবং ভালবাসা।’
ক্রিকেটের মতো দেশের উন্নয়নেও সাকিব বড় ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করেন রনি তালুকদার। তিনি আরও লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেটের মতোই তিনি দেশের উন্নয়ন এবং মানুষের সেবায় নিজেকে উজাড় করে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে গড়া আধুনিক, ডিজিটালাইজড এবং সমৃদ্ধশালীর পথে এই দেশকে আরো এগিয়ে নিয়ে যাবেন আমাদের সকলের প্রিয় সাকিব আল হাসান।’
Leave a Reply