স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শামীম ওসমানের সুস্বাস্থ্য কামনায় মসজিদে দোয়া না করায় ক্ষোভ প্রকাশ করেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। জানা যায়, সিদ্ধিরগঞ্জের নাসিক ২নং ওয়ার্ডের পশ্চিমপাড়া মিজমিজি এলাকায় বাইতুল নূর জামে মসজিদে গত ২৪ নভেম্বর বাদ জুম্মা নামাজের পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের আত্মার-মাগফেরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের সুস্বাস্থ্য কামনা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় সে জন্য অত্র মসজিদের ইমাম ও খতিব মুফতি আলী হাসান ওসামা’র কাছে লিখিত ভাবে দোয়ার আবেদন করেন নাসিক ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী নূরুল ইসলাম। কিন্তু লিখিত দোয়ার আবেদন করলেও অত্র মসজিদের ইমাম মোনাজাতে ও তার পরেও কোন দোয়া করেন নি। এবিষয়ে নাসিক ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী নূরুল ইসলাম বলেন, আমি জাতির পিতা এবং প্রধানমন্ত্রী ও এমপি শামীম ওসমানের জন্য দোয়া করার জন্য নামাজের আগে লিখিত ভাবে একটি কাগজ দেয়। কিন্তু অত্র মসজিদের খতিব আলী হাসান ওসামা তাদের জন্য কোন দোয়া পড়ায় নি। ইমাম সাহেব আমাকে বলেন আমি কোন রাজনীতি দোয়া পড়ায় না। এবিষয়ে আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম আরও বলেন, এই মসজিদের সাথে একটি মাদ্রাসা রয়েছে। সেখানে অনেকেই জামায়াত ও শিবিরের সাথে জড়িত। এই মসজিদের খতিব তিনি জামায়াতের নেতা ও তার সহকারী আমিনুর ইসলাম, টুপি ফারুক, জহির, হারুন সহ আরও অনেকেই এই খানে জামায়াত ও শিবিরের সাথে জড়িত। গত বছর এই মসজিদের ইমাম আলী হাসান ওসামা জামায়াতের দলের সাথে জড়িত থাকা কারনে পুলিশ তাকে গ্রেফতার করে। সেই মামলায় তিনি কিছু দিন জেলখানায় ছিলেন। তিনি আরও বলেন, মসজিদ-মাদ্রাসায় দোয়া সবার জন্যই করা হয়। সেখানে কোন দল নেই। তিনি জামায়াত ও শিবিরের লোক বলে আমাদের জাতির পিতা ও প্রধানমন্ত্রীর জন্য দোয়া পড়াননি। আমি এর নিন্দা জানাই। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই বলেন, অনেক মসজিদ আছে সেখানে আমাদের দলের কাউর জন্য দোয়া করা হয় না। তারা অনেকেই অন্য দলের লোক। কিন্তু দোয়া সবার জন্য করা উচিত। আমি এই বিষয়টি নিন্দা জানাই।
Leave a Reply