স্টাফ রিপোর্টার: দেশে যখন গ্যাস সংকটে ভুগছে জনগণ এমতা অবস্থায় গাজীপুর তিতাস গ্যাস জয়দেবপুর শাখায় চলছে নানা ধরনের নৈরাজ্য, বকেয়া বিল আদায়ের নামে গোপনে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। জানা গেছে, যে কোন কারনে গ্রাহক যদি অতিরিক্ত চুলা ব্যবহার করেও থাকেন সেটার খোজ নিয়ে গ্রাহককে সংযোগ বিচ্ছিন্ন এবং মামলা ও জরিমানার হুমকি ধামকি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন ডেইলি বেসিসে কাজ করা সাব্বির আহমেদ নামে এক কর্মচারি যা করে বনে গেছেন কোটি টাকার বেশি অর্থ সম্পদের মালিক। এর আগেও এধরণের অভিযোগের কারনে তাকে দুই-বার অফিস থেকে বের করে দেন ম্যানেজার নৃপেন্দ্রনাথ বাবু, তার বদলির পরদিনই সাব্বির পূনরায় অফিসে এসে যোগ দেয় এক অদৃশ্য ক্ষমতার বলে।
এক ভুক্তভোগী দ্বারা জানা যায়, নগরীর খাইলকুর এলাকার এক বাসিন্দার বাসায় অতিরিক্ত চুলার কারনে উর্ধতন কর্মকর্তাদের টাকা দিতে হবে এই কথা বলে সাব্বির ২ লাখ টাকা দাবি করেন ওই গ্রাহকের কাছে, পরবর্তীতে এক রেস্টুরেন্টে বসে সেই গ্রাহকের কাছে থেকে দেড় লাখ টাকা নেন সাব্বির, এছাড়া বোর্ড বাজার এলাকার তরিকুল নামে এক গ্রাহকের অতিরিক্ত ১ টি চুলার জন্য তাকে ভয় ভীতি দেখিয়ে ৬০ হাজার টাকা আনেন সাব্বির। এমন আরও অনেক অভিযোগ জমা পরেছে অস্থায়ী নিয়োগ প্রাপ্ত কর্মচারি সাব্বিরের বিরুদ্ধে, সাব্বির অল্প দিনেই হয়ে গেছেন অডেল সম্পত্তির মালিক, গাজীপুরের মাওনাতে করেছেন গরু ও মুরগির খামার, ব্যবহার করেন দামি দামি কয়েকটি মোবাইল, শ্রীপুরে জমিও কিনেছেন অনেক কয়েক বিঘা। সাব্বিরে অতিষ্ঠ হয়ে পড়েছেন জয়দেবপুর এলাকার সাধারণ জনগণ।
Leave a Reply