অবিরাম বাংলা ২৪ঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে শাহী মহল্লা এলাকায় কুতুবপুর ইউনিয়ন নারী সংস্থার উদ্যেগে মাদক,সন্ত্রাস,ভূমিদস্যু ,ইভটিজিং বাল্য বিবাহ প্রতিরোধ ও নারী নির্যাতন বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান বলেন সালমা ওসমান লিপি বলেন, আগামী ৭ ই জানুয়ারী আপনাদের পরিবারকে নিয়ে আপনার ভোটকেন্দে যাবেন নৌকা মার্কায় ভোট দিবেন । আপনাদের উপস্থিতি আমাদের জন্য প্রতিবাদ। আপনাদের ভোট তাদের বিচার এনে দেবে যারা ট্রেনে মানুষ পুরিয়ে আঙ্গার করে দিয়েছে। খেয়াল রাখবেন আমাদের সন্তানদের জন্য যেন কোন দলের নাম করে যেন আপদে বেপথে না যেতে পারে। আমি দোয়া করি সেই ছেলেগুলোর জন্য সবাই তো সুবিধা ভোগ করতে চায় কিন্ত মাঝখানদিয়ে এই ছেলে গুলার ক্ষতি ছেলে গুলোর নানান ভিডিও দেখে তাদের চিহ্নিত করা হচ্ছে কিছুদিন পর যখন বিচার হবে কমপক্ষে সাত বছরের জেল হবে। আমাদের এই ছেলেগুলো যখন কারাভোগ করবে দূর্ভোগ ভোগ করবে তখন তারা সারাটাজীবন মাথানত করে থাকতে হবে এ ভোগ কিন্ত অন্য কেউ ভোগ করতে আসবে না সেই বিদেশে বসে লন্ডনে বসে সেই কষ্ট ভোগ করবে না ।
২৪ এপ্রিল রবিবার বিকাল ৩ ঘটিকায় কুতুবপুর ইউনিয়ন নারী সংস্থার সভাপতি রুবিনা আক্তারের সভাপতিত্বে ও কুতুবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মীর হোসেন মীরুর আয়োজনে লিপি ওসমান আরও বলেন, আপনাদের শামীম ওসমান সাহেব যিনি নৌকার প্রার্থী স্বামী হিসেবে বলবো না আমি আজকে মানুষ হিসেবে বলে যাই ,আমি একজন মুসলমান হিসেবে বলে যাই আমার জানামতে উনি অত্যান্ত ভালো একজন মানুষ ,আমার জানামতে উনি কর্মী বান্ধব মানুষ উনি ওনার কর্মীদের কি বলে ডাকেন যানেন উনি যখন আমার সাথে নরমাল কথা বলে আমার ছেলেরা। আমার হেলাল,আমার সাজনু আমার সেন্টু ,আমার মীরু উনি তাদের অন্তর থেকে বিশ্বাস করেন তারা তার এবং সে তাদের। আপনারা জানেন এই মানুষটাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিলো আল্লার হুকুমে আল্লার রহমতে তিনি সেদিন আহত হয়েছিলেন নিহত হননি নিহত হয়েছে আমাদের ২০ টি নিরপরাধ ছেলে। উনি কিন্ত থেমে থাকেনাই এখনো তার শরীরে আটটা স্পিন্টার আছে। উনি এখনো আপনাদের সেবায় আছেন আগামীতেও থাকবে আপনাদের সেবা করাই ওনার স্বার্থ। আমরা এই মীরুর প্রেগ্রামে এর আগেও এসেছি আমরা একটা বিষয় লক্ষ করেছি আমাদের নৌকা শুধু পানিতেই চলে ডাঙ্গাও চলে।
এসময় আরও উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভানেত্রী শিরিন শারমীন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুগ্ম সাধারন সম্পাদক শাহ নিজাম ,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী,কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন ৪,৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদার, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাফ্ফর সহ কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply