অবিরাম বাংলা ২৪ঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকি উপলক্ষে ফতুল্লা থানা আওয়ামী যুবলীগ নেতা নবী হাওলাদার এর উদ্যোগে কেক কাটা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়।
১৭ ই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় ফতুল্লা থানা সংলগ্ন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ফতুল্লা থানা কার্যালয়ে এ কেক কাটা আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী।
এসময় মীর সোহেল আলী বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী আজ। তিনি বেঁচে থাকলে আজ তার বয়স হত ১০২ বছর। তিনি আমাদের দিয়েছেন স্বাধীনতা, দিয়েছেন একটা জাতীয় পতাকা, জাতীয় সংগীত আর একটা মানচিত্র দিয়েছেন দিয়েছেন পরিচয়।
আজ থেকে ১০২ বছর আগে এই দিনে জন্মেছিলেন এক মহামানব তিনি স্বপ্ন দেখেছিলেন স্বাধীন করার শুধু স্বপ্ন দেখে থেমে যাননি সেই স্বপ্নকে বাস্তবায়ন করার সাহস দেখিয়েছেন।সেই মহান নেতার জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান পিন্টু, খন্দকার মশিউর রহমান তরুন,রিপন খন্দকার, শফিউদ্দিন বাচ্চু,বিল্লাল,মেহেদী হাসান শাহিন,বিসিক সোহেল,সাজ্জাদ,আলামিন,ফয়সাল,তুহিন,মনির ,পাপন,বিল্লাল হোসেন,ওয়াসিম প্রমূখ।
Leave a Reply