বিশেষ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ ফতুল্লা উপজেলার কায়েমপুর ওয়াব্দারপুল এলাকা থেকে মোঃ মিজানুর রহমান (২৪) নামে একটি মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ছেলে গত ৫এপ্রিল ২০২২ তারিখে ফতুল্লা উপজেলার ওয়াব্দারপুল ফকির গার্মেন্টস এলাকা থেকে হারিয়ে যায়।
অনুমান সকাল ১০.০০ ঘটিকার সময় মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ছেলে মোঃ মিজানুর রহমান কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায় পরে আর বাড়ি ফিরে আসে নি। বাড়ি থেকে বের হবার সময় তার পরনে ছিল লাল গেঞ্জি ও জিনস প্যন্ট। তার উচ্চতা ৫”৫ফুট‘ গায়ের রং ফর্সা ও মুখমন্ডল গোলাকার । হতাশায় ভুগছেন তার পরিবার।
পরিবারের আকুতি যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন । তাহলে যোগাযোগ করুন ০১৮২৭৪০১০১৭,০১৭৬২৫৪৯১৬( মোঃ আলী আজগর)
Leave a Reply