অবিরাম বাংলা ২৪ঃ
ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন মহাসড়ক ব্যতীত সর্বত্র চলাচলের সুপ্রিম কোর্টের রায় পাওয়াতে আনন্দ মিছিল করে ব্যাটারি রিকশা ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ নারায়ণগঞ্জ জেলা।
ইজিবাইকসহ ব্যাটারিচালিত সব যানবাহন মহাসড়ক ব্যতীত সারা দেশে সর্বত্র চলাচলে সুপ্রিম কোর্ট রায় দেওয়ায় নারায়ণগঞ্জে আনন্দ ও বিজয় মিছিল করেছে রিকশা, ব্যাটারি রিকশা- ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ।
বৃহস্পতিবার সারা দেশে সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ চাষাড়া শাহীদ মিনারে সমাবেশ করে ও আনন্দ মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, কোর্টের রায় পাওয়ায় স্বস্তি প্রকাশ করে বলেন, অবিলম্বে, ইজিবাইকসহ থ্রি হুইলার জাতীয় সব যানবাহন চলাচলে সরকার প্রণীত নীতিমালা ২০২১ এর চূড়ান্ত ও কার্যকর করে ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স, রুট পারমিট প্রদান করতে হবে।
তিনি মহাসড়কে ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন চলাচলে পার্শ্ব রোড নির্মাণসহ বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, রিকশা, ব্যটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক মেহেদী হাসানের সভাপতিত্বে আনন্দ সমাবেশে আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও সংগ্রাম পরিষদের উপদেষ্টা আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, সংগ্রাম পরিষদের জেলার নেতা মিজানুর রহমান, খোরশেদ আলম, কামাল হোসেন, আনিসুর রহমান।
Leave a Reply