অবিরাম বাংলা ২৪ঃ এক মাস সিয়াম পালন শেষে মুসলমান ধর্মালম্বীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন পবিত্র ঈদুল ফিতর। আর এই ঈদুল ফিতরের উপলক্ষে ঈদের নামাজ আদায় করতে মানুষ মসজিদ – ঈদগাহে যায় সকল মুসুল্লিরা।
তারই ধারাবাহিকতায় দক্ষিন কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ঐতিহাসিক জাজিরা ঈদগাহে প্রায় ৭ হাজার মুসুল্লির সালাত আদায় করার জন্য প্রস্তুত করা হয়।
৩ মে মঙ্গলবার জাজিরা ঈদগাহে কোন্ডা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার ও কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য রফিকের সার্বিক তত্বাবধায়নে এ ঈদের সালাতের ব্যবস্থা করা হয়।
এসময় মুসুল্লিরা খুব সুন্দর ভাবে পবিত্র ঈদুল ফিতরের সালায় আদায় করে এবং এতো সুন্দর ভাবে মুসুল্লিদের জন্য ঈদগায়ে সালাত আদায়ের ব্যবস্থা করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
এসময় মেম্বার রফিক বলেন,আলহামদুলিল্লাহ বৃহত্তর জাজিরায় ১০ পঞ্চায়েতের এবং আশে পাশের গ্রামের মুসল্লিগণ ৬ থেকে ৭ হাজার মুসল্লী একসাথে ঈদের জামাত নামাজ আদায় করেছি। এর জন্য মহান রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। বৃহত্তর জাজিরা ঐতিহ্যবাহী ঈদগা কবরস্থান ঐক্যের প্রতীক। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সারা জীবন আমাদের এমন ভাবে মিলেমিশে সবাই একসাথে ঈদের জামাত গুলো পড়তে পারি। সবাই মিলেমিশে যেন ঈদগা কবরস্থানের উন্নয়ন করতে পারি। সর্বোপরি আমাদের বৃহত্তর জাজিরার সবাই মিলেমিশে থাকতে পারি। আমাদের গ্রামকে একটি আদর্শ গ্রামে পরিণত করতে পারি। সবার কাছে এই দোয়া চাই সহযোগিতা চাই সবাইকে ধন্যবাদ জানাই। ঈদ মোবারক
Leave a Reply