অবিরাম বাংলা ২৪ঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের ও পাগলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আক্তারুজ্জামান এর অবসর কালীন বিদায় সংবর্ধনা উপলক্ষে দোয়া মিলাদের আয়োজন করা যায়।
১৪ জুন মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় পাগলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনার আয়োজনে পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্র নাথ সরকার এর সভাপতিত্বে ও পাগলা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য রেজাউল করীমের পরিচালনায়।
এসময় প্রধান শিক্ষক ব্রোজেন্দ্র নাথ সরকার বলেন,আজ খুব দুঃখের সাথে বিদায় জানাতে আমাদের এই পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রিয় দুই জন ব্যাক্তিকে একজন হচ্ছে আমাদের এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আক্তারুজ্জামান স্যার যিনি দীর্ঘ বহুবছর পাগলা উচ্চ বিদ্যালয়ে সততা আদর্শের মাধ্যমে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করেছেন তার প্রতি আমরা শ্রদ্ধা ও ভালবাসা জানাই এবং আরেকজন বিদায় নিচ্ছেন সে হচ্ছে আমাদের এই বিদ্যালয়ের ৪ র্থ শ্রেণীর কর্মচারী খালেক কেউ আমরা বিদায় জানাচ্ছি তার জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ৫০হাজার টাকা দিচ্ছি যেটা দিয়ে উনি যেন চলতে পারে আমরা এর আগে কোন কর্মচারী কে এভাবে বিদায় জানাতে পারিনি আমারা চেষ্টা করছি আগামীতে যারাই বিদায় নিবে তাদের যেন যোগ্য সম্মানটা দিয়ে বিদায় জানাতে পারি।
উক্ত আয়োজনে ৬৫০ জন এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, পাগলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার,সাবেক ম্যানেজিং কমিটির সদস্য নূরুল হক জমাদ্দার, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য হারুন উর রশীদ, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য শাহ আলম সোহাগ, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আতিকুর রহমান খোকন, সিনিয়র শিক্ষক আদালত ভূইয়া সহ অন্যান্যরা।
Leave a Reply