অবিরাম বাংলা ২৪ঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর কলেজ ছাত্র সাজ্জাদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার পাগলা লঞ্চঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় একই স্থানে বন্ধুদের সঙ্গে গোসল করার সময় নিখোঁজ হন সাজ্জাদ হোসেন।
নিহত সাজ্জাদ ফতুল্লার পাগলা নূরবাগ এলাকার উকিল বাড়ীর ভাড়াটিয়া শাহিন মিয়ার ছেলে। তিনি স্থানীয় হাজী মিছিল আলী কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র।
এ ব্যাপারে পাগলা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ বেলাল হোসেন জানান, সাজ্জাদের মৃতদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় উদ্ধার করা হয়। এরপর পরিবারের মরদেহ সদস্যরা নিয়ে যায়।
Leave a Reply